Spread the love

এসভি ডেস্ক: ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় ওয়ার্ড ও ইউনিয়ন ট্যাগ অফিসারদের জন্য ৫টি নির্দেশনা দিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল।

ওয়ার্ড ট্যাগ কর্মকর্তা/কর্মচারীগণকে আজ মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে স্ব-স্ব ওয়ার্ডের মেম্বরদের সাথে নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করতে বলেছেন তিনি।

নির্দেশনাগুলো হলো….
১) উক্ত ওয়ার্ডের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে/শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করতে হবে।
২) উক্ত ওয়ার্ডের ঝুকিপূর্ণ মানুষ ও গবাদিপশুকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসায় ওয়ার্ড মেম্বারকে সহায়তা করতে হবে।
৩) সামাজিক দূরত্ব সংক্রান্ত ইতোপূর্বে প্রদত্ত আদেশ যাতে সকলে মেনে চলে সে বিষয়ে প্রচারনা ও মনিটরিং করতে হবে।
৪) ইউনিয়ন ট্যাগ অফিসার যিনি বর্তমানে বহাল আদেশে প্রতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডেরও দায়িত্বে রয়েছেন তার ইউনিয়নের সকল ওয়ার্ড ট্যাগ অফিসারকে এ আদেশ অবহিত করবেন।
৫) সহকারী প্রোগ্রাম ইউনিয়ন ট্যাগ অফিসারদের এ আদেশ অবহিত করবেন।AP Kaliganj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *