এসভি ডেস্ক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডেড বডির জন্য বডি ব্যাগ প্রদান করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।
সোমবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলামের কাছে ওই বডি ব্যাগ হস্তান্তর করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
বডি ব্যাগ হস্তান্তরের পর পুলিশ সুপার মেডিকেল কলেজের করোনা ইউনিট ও আই সি ইউ পরিদর্শন করেন। পরিদর্শন কালে পুলিশ সুপার আইসিইউ ‘র প্রস্তুতি ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি ।
এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম, মেডিকেল কলেজের মেডিকেল বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ কাজী আরিফ, ডাঃ কুদরতে খুদা,ডাঃ ফরহাদ জামিলসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।