এসভি ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ফারুক, তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মির্জা আতিয়ার রহমান প্রমূখ।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এ সময় বৈশ্বিক এই দূর্যোগ মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার আহবান জানিয়ে বলেন, পর্যায়ক্রমে এ ত্রাণ বিতরণ উপজেলার প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়া হবে।