কামরুল হাসান: কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক সাধারণ নিবার্চন-২০২০’ এর নব-নিবার্চিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্ত্বরে এক অনাড়ম্বর পরিবেশে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাবলিক ইনস্টিটিউটের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান নিবার্চন পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে শপথ গ্রহণ করেন নব-গঠিত কমিটির সভাপতি শেখ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক আবদুর রব, মিসেস রীনা চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, পাঠাগার সম্পাদক শেখ আব্দুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বনাথ দেবনাথ, দপ্তর সম্পাদক মিয়া ফারুক হোসেন স্বপন, প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্যা, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস লিলি কামাল, কার্যনিবার্হী সদস্য- মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেস, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, অধ্যাপক রামাকান্ত সরকার, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, প্রভাষক শাহাদাৎ হোসেন, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ ও শিক্ষক অনুপ কুমার ঘোষ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাস্টার হুমায়ুন কবীর, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মাস্টার শেখ শাহাজান আলী শাহীন, মাস্টার আব্দুল ওহাব মামুন, ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান শুভ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কান্তা রেজা, অফিস সহায়ক খান নিয়াজ আহম্মেদসহ ক.পা.ই সদস্যবৃন্দ।