Spread the love

কামরুল হাসান: সমসাময়িক সরকারি নির্দেশনা বাস্তবায়নে করণীয় নির্ধারণে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে কলারোয়া উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়িক প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াস, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলিমুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আশফাকুর রহমান সোহেল।

সভায় কলারোয়া বাজারে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিস্কার পরিচ্ছন্ন রাখা, একদরে মালামাল বিক্রয় করাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। সরকারি নির্দশনা ও আইন অনুযায়ী সকলকে চলতে হবে। মহামারী এ দুর্যোগে নির্দেশনার কোনো রকম ব্যত্যয় ঘটলে বা ঘটালে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে ।

সভায় আরও বলা হয়, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, নিরাপদে থাকুন। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না।

পরিশষে, কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *