সোহারাফ হোসেন সৌরভ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অপ্রাতিষ্ঠানিক খাত এর শ্রমিকদের প্রনোদণার অর্থ ও ত্রাণ পাওয়ার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ১৩ টি শ্রমিক সংগঠন।
আজ সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অপ্রাতিষ্ঠানিক খাত এর শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক ফেডারেশন, রং পালিশ শ্রমিক ইউনিয়ন, ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন, হোটেল রেস্তোরা ও বেকারী শ্রমিক ইউনিয়ন, বোর্ড ফার্নিচার শ্রমিক ইউনিয়ন, টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়ন, স্বর্ণ ছাই শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, সাতক্ষীরা সদর উপজেরা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়ন, ইটভাটা শ্রমিক ইউনিয়ন, সাতক্ষীরা সদর উপজেলা ওয়েলডিং ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন, সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়ন, সদর উপজেলা ফার্ণিচার রং শ্রমিক ইউনিয়ন এর প্রতিনিধিরা উপস্থিত থেকে স্মারকলিপি প্রদান করেন।