দেবহাটা প্রতিনিধি: নারায়ণগঞ্জ থেকে ফিরে আসা ইটভাটা শ্রমিক রেজাউল ইসলাম গাজী(৪৫) করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার বাড়িসহ আশেপাশের ১০ টি বাড়ি লক ডাউন করেছে প্রশাসন।
মঙ্গলবার রাতে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে পুলিশ সদস্যরা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে।
রেজাউল ইসলাম গাজী দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মান্দার গাজীর ছেলে। বর্তমানে তাকে সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে আলাদাভাবে রাখা হয়েছে।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার (১লা মে) রেজাউল ইসলাম গাজীসহ ২৪জন ইটভাটা শ্রমিক নারায়নগঞ্জ থেকে ট্রাকে করে দেবহাটাতে আসলে তাৎক্ষণিক ভাবে তাদের সকলকে সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়। পরে রেজাউল ইসলামের শ্বাসকষ্ট দেখা দিলে রোববার (৩ মে) তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজী ল্যাবে (পিসিআর ল্যাব) প্রেরণ করা হয়।
মঙ্গলবার (৫ মে) পিসিআর ল্যাব থেকে প্রেরিত রিপোর্টে রেজাউল ইসলামের শরীরে করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।