এসভি ডেস্ক: পাটকেলঘাটায় বজ্রপাতেে দশম শ্রেণীর এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) বিকাল সাড়ে ৪টার দিকে পাটকেলঘাটার চোমরখারী বিলে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মাসুদ রানা(১৬)। সে পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও পাটকেলঘাটা জে সি এস মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানায়, বিলে ধান তোলার সময় হঠাৎ বজ্রপাতে গুরত্বর আহত হয়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।