April 14, 2021, 5:38 pm
এসভি ডেস্ক: বিশ্বজুড়ে চলমান মহামারি করোনা ভাইরাসের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অথচ কদিন আগেই করোনা মোকাবিলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সহায়তার আশ্বাস দিয়েছিল ট্রাম্প প্রশাসন।
স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরান ও ইরাকের যৌথ নাগরিক আমির দিয়ানাত এবং তার কোম্পানি তাইফ মাইনিং সার্ভিসের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। আমির আব্দুল আজিজ জাফার আলমতাজি হিসেবেও পরিচিত আমির দিয়ানাত।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের জন্য রাজস্ব সংগ্রহসহ এ বাহিনীর অস্ত্র পাচারে জড়িত থাকার অভিযোগে দিয়ানাতকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি করছে অর্থ মন্ত্রণালয়ের ফরেন এসেট কন্ট্রোল।
একইসঙ্গে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা এবং মানি লন্ডারিং আইন লঙ্ঘন করার অভিযোগে দিয়ানাত এবং তার ব্যবসায়িক অংশীদার ইরানি নাগরিক কামরান লাজমিরির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিন এক বিবৃতিতে দাবি করেছন, ইরান সরকার তার নিজ দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও জনকল্যাণ বাদ দিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দিতে বেশি আগ্রহী হয়ে উঠেছে।
তবে পাশাপাশি মিউচিত এ-ও বলেছেন, ইরানি জনগণকে মানবিক সহায়তা দিতে আর্থিক ও অলাভজনক প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ওয়াশিংটন কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বজুড়ে করোনা ভাইরাস যখন তোলপাড় শুরু করেছে এমন সময় ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় নতুন করে চাপের মুখে পড়লো তেহরান।
All rights reserved © Satkhira Vision