শেখ রিজাউল ইসলাম: স্বামী পরিত্যক্তা এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় ৩ আসামীকে আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।
শনিবার (২মে) রাতে তালার মীর্জাপুর এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তালা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মোমিন সরদারের ছেলে মমতাজ সরদারর (৪৫), একই এলাকার শহিদুল সরদারের ছেলে সবুজ সরদার (২২) ও বিল্লাল সরদার (৩৮)।
থানা সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল উপজেলার জগদানন্দকাটি গ্রামের স্বামী পরিত্যাক্তা(৩৮)কে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে গণধর্ষণ করে আসামীরা। এরপর ধর্ষিতা আসামীদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হবার পর হতে আসামীরা আত্মগোপনে ছিলেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ আটকের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ভিশনকে জানান, গণধর্ষণের মামলায় তাদেরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।