শেখ রিজাউল ইসলাম: ভারতে ঘোজাডাঙ্গা জিরোপয়েন্টে অপেক্ষা শেষে গত ৬ এপ্রিল সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে দেশে আসা ১৩ বাংলাদেশী অবশেষে বাড়িতে ফিরলেন।
১৪ দিন যুব উন্নয়ন অধিদপ্তরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে আজ দুপুরে সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল প্রধান মন্ত্রীর দেয়া উপহার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তাদের হাতে তুলে দেন। পরে জেলা প্রশাসনের একটি মাইক্রোবাস যোগে তাদের নিজ নিজ বাড়িতে পৌছে দেয়া হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত, ডাঃ জয়ন্ত সরকার ও ডাঃ সাইফুল্লাহ আল-কাফি। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে আজ আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেয়া হয়েছে।