April 14, 2021, 8:24 am
নিজস্ব প্রতিনিধি: চলছে বিক্রেতাদের হাঁকডাক। ক্রেতারাও ঠাসাঠাসি করে বিক্রেতাদের কাছে এসে করছেন দরদাম । জটলা পাকিয়ে মাংশ ও মুদি সামগ্রী কিনছেন ক্রেতারা।
রোববার বেলা ১১টার দিকে সরেজমিনে যেয়ে এমন দৃশ্য লক্ষ করা গেছে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে। করোনা ভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্তে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার বলা হলেও এই বাজারে কেউ মানছেননা।
একজন ব্যবসায়ী বলেন, ব্যবসা করতে না পারলে খাবো কি? অনেকদিন-তো বাসায় ছিলাম।
একজন ক্রেতা বলেন, প্রশাসনের হস্তক্ষেপ থাকলে ভালো হতো। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের ব্যবস্থা করে দিলে করোনার ঝুঁকি কমতো।
All rights reserved © Satkhira Vision