April 11, 2021, 9:28 pm
নিজস্ব প্রতিনিধি: ২৫ বোতল ফেনসিডিলসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
রোববার(১৯ এপ্রিল) দুপুর ১ টার দিকে সাতক্ষীরা থানার পুলিশ পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কান্তি মন্ডল, এসআই মানিক কুমার সাহা ও এএসআই শাহানুর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ওই আসামীকে আটক করে।
আটক আসামীর নাম অরুণ ঘোষ ওরফে সাগর ওরফে সোহেল(৩৫)। তিনি সদরের আলীপুর নাথপাড়া এলাকার অজয় ঘোষ ওরফে পূর্ণ ঘোষ ওরফে লিটন ঘোষের ছেলে।
সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) বিপ্লব কান্তি মন্ডল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অরুণ ঘোষ ওরফে সাগর ওরফে সোহেল ৩ মামলায় যাবজ্জীবন, ৫ বছরের ও ৩ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ছিলেন। ২৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision