Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের কুশখালী বলফিল্ড সীমান্ত এলাকায় এক বাংলাদেশী যুবককে নির্যাতন করেছে বিএসএফ। 

গতকাল রোববার রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করে আজ সোমবার দুপুরে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

যুবকের নাম তবিবর রহমান(২৮)। তিনি কুশখালী কলবাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

তবিবর রহমানের ভাই রবিউল ইসলাম বলেন, গতকাল রাত ১১ টার দিকে ৩ জন ব্যক্তি আমার ভাইকে বাড়ি হতে ডেকে নিয়ে যায়। সকালে শুনলাম আমার ভাইকে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে। তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম আমার ভাইকে গুলি করে মারেনি। বিএসএফ আমার ভাইকে আটক করে প্রচন্ড মারপিট করে বাঁশে ঝুঁলিয়ে ক্যাম্পে নিয়ে গেছে। এরপর দুপুর ১টার পর বিজিবির কাছে আমার ভাইকে হস্তান্তর করেছে বিএসএফ।

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ ওই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *