Spread the love

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে চলাচল করা ও অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় কালিগঞ্জে উপজেলার বিভিন্ন বাজারে ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার(১৮ মার্চ) সন্ধায় উপজেলার বিভিন্ন বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা গেছে, সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮ এর অধীনে কালিগঞ্জের নলতা বাজার এলাকার ভাই ভাই হার্ডওয়্যার প্রভাইটার ময়জুদ্দিনকে ৫ হাজার, তারালী বাজার এলাকার চায়ের দোকানকে ২ শত ও বিনা কারনে ঘোরাঘুরি করার জন্য ২ মোটরসাইকেল চালককে ৪ শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন বলেন, আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করুন। প্রয়োজনে আমাদের ফোন করুন। আমরাই আপনার প্রয়োজন মিটাব। ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *