এসভি ডেস্ক: কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঘোজাডাঙ্গা গ্রামের এসবি ব্রিক্স নামক ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রফিকুল ইসলাম(২৩)। তিনি উপজেলার সোনাতলা গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এসবি ইটভাটায় অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিতে যেয়ে ইটভাটা শ্রমিক রফিকুল ইসলাম গুরুতর আহত হন। কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যেয়ে দ্রুত তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কালিগঞ্জ থানার এসআই জিয়ারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।