April 10, 2021, 2:09 pm
এসভি ডেস্ক: সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ায় সাতক্ষীরায় সড়কপথ অবরোধ করেছে গৃহবন্দি শতাধিক অসহায় পরিবার।
বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা মেডিকেলের সামনে সড়কপথ অবরোধ করে সাতক্ষীরা পৌরসভার বাঁকাল ইসলামপুর এলাকার শত শত মানুষ। এরপর পুলিশের দেওয়া ত্রাণের আশ্বাস পেয়ে তারা ঘরে ফিরে যান।
আন্দোলকারীরা জানান, এই দূর্যোগকালীন সময়ে সরকার পর্যাপ্ত ত্রান সহায়তার ঘোষণা দিলেও এত দিনে আমরা এখনও কোনো সরকারি সহায়তা পাইনি। আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। বাহিরে যেতে পারছিনা। ভ্যান-রিক্সা চালাতেি পারছিনা। না খেয়ে আর কত দিন ঘরে বসে থাকবো। স্ত্রী- সন্তান নিয়ে না খেয়ে আছি।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, অবরোধের তথ্য সঠিক না। ত্রাণ না পেয়ে তারা মানববন্ধনের জন্য তারা সড়কে জমায়েত হবার চেষ্টা করছিল। খবর পেয়ে ত্রাণ ঘরে পৌছে দেওয়ার আশ্বাসে তারা ঘরে ফিরে যান।
All rights reserved © Satkhira Vision