এসভি ডেস্ক: রাস্তা পার হতে যেয়ে মটর সাইকেলের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে খুলনা-পাইকগাছা সড়কের সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মনিরা বেগম(৩২)। তিনি তালা উপজেলার পাঁচরখী গ্রামের আব্দুল মান্নান শেখের স্ত্রী।
জানা যায়, বুধবার দুপুরে মনিরা বেগম জরুরী প্রয়োজনে জাতপুর বাজারে আসে। হঠাৎ রাস্তা পার হবার সময় খুলনাগামী একটি মটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তালার জাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহিদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।