নিজস্ব প্রতিনিধি: সামাজিক দূরত্ব বজায় রাখতে বলায় সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর(৫০) কানপাটিতে চড় মারা সেই নৌবাহিনীর সদস্য আশিকুর রহমানের নামে থানায় লিখিত অভিযোগ হয়েছে।
শনিবার(১১ এপ্রিল) বিকালে গ্রাম পুলিশ মোহাম্মদ আলী বাদি হয়ে সাতক্ষীরা থানায় ওই অভিযোগ দাখিল করেন।
আশিকুর রহমান রেউই বাজার এলাকার রেজাউল করিম খোকনের ছেলে ও বাংলাদেশ নৌবাহিনীতে (চট্রগ্রামে) কর্মরত।
উল্লেখ্য, শনিবার দুপুর ১২ টার দিকে বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করলে গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর কানপাটিতে চড় ও কিলঘুসি মারে আশিকুর রহমান। এতে গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর চোখে রক্ত জমে যায় এবং সে আহত হয়। পরে অন্য গ্রাম পুলিশ সদস্যরা তাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যায় এবং তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
বাঁশদহা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর শহিদুল ইসলাম বলেন, আমি শুনলাম মোহাম্মদ চকিদারের মেরেছে খোকনের ছেলে। তখন আমি বাজারে এসে শুনলাম সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মুখে মাস না থাকার বিষয়ে তাকে বললে সে চৌকিদারের মুখে চড় মারে। গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর চোখে রক্ত জমে গেছে।
সাতক্ষীরা থানার এসআই রইচ উদ্দীন বলেন, ওই ব্যাপারে গ্রাম পুলিশ মোহাম্মদ আলী বাদি হয়ে আশিকুর রহমানের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।