দেবহাটা প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দেবহাটা উপজেলার হতদরিদ্র ও অসহায় ১০১ টি পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে ছাত্রলীগ।
রোববার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সুমনের পারুলিয়াস্থ ইছামতি হ্যাচারী এন্ড নার্সারী থেকে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এসকল হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এসময় পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রবিউল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রলীগের সভাপতি আমির হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।