Spread the love

নিজস্ব প্রতিনিধি: প্রতিবন্ধী মানসিকতা মুক্ত সমাজ চাই নামক সংগঠনের উদ্যোগে মাক্স এবং সাবান বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় শহরের ইটাগাছা পশ্চিম পাড়ায় এ কর্মসূচি করা হয়। সংক্রমণ ব্যাধি করোনা ভাইরাস থেকে সাবধানতা অবলম্বনের জন্য স্যাভলন সাবান ১৫০ পিস ও মাক্স ১৫০ পিচ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধি মানসিকতা মুক্ত সমাজ চাই সংগঠনের সভাপতি আতিকুজ্জামান সাহেদ, পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৭ নং ওয়ার্ড ওয়াল্ড ভিশন বাংলাদেশের সাবেক সভানেত্রী রেশমা বেগম, রয়েল মিডিয়ার চেয়ারম্যান আর এস শুভ, আবু সাঈদসহ সংগঠনের অনান্য কর্মীবৃন্দ।

প্রতিবন্ধী মানসিকতা মুক্ত সমাজ চাই সংগঠনটির উপদেষ্টা মন্ডলী- ডাঃ আবুল কালাম বাবলা ( সমাজ সেবক), শেখ জাহাঙ্গীর হোসেন ( কমিশনার, ৭ং ওয়ার্ড, সাতক্ষীরা পৌরসভা) আইয়ুব হোসেন ( সমাজ সেবক) এর অনুপ্রেরণায় তারা সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন।

আতিকুজ্জামান সাহেদ বলেন, সবাই সম্মিলিতভাবে সাবধানতা ও সতর্কতা অবলম্বন করলেই এই দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে উঠা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *