Spread the love

নিজস্ব প্রতিনিধি : করোনার কারণে কর্মহীন ও অসহায় ১০০ পরিবারের মাঝে চাউল বিতরণ করেছেন তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু।

বৃহঃস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের অসহায় ১০০টি পরিবারের মাঝে ওই সরকারি চাউল বিতরণ করেন তিনি।

নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু জানান, করোনা সংক্রমণ রোধে বাড়িতে অবস্থান করে সামাজিক দূরত্ব তৈরির বিকল্প নেই। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক নগরঘাটার সকল নিত্যপ্রয়োজনীয় দোকানগুলোকে ডাক্তার, ফার্মেসী ব্যতীত সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর, দুঃস্থদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকা প্রস্তুত করে এ ত্রাণ সহায়তা অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *