কামরুল হাসান: খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি চাউলের স্থলে ২৭ কেজি দেয়ায় সাতক্ষীরার কলারোয়ায় এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন হাতে নাতে ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই টাকা জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রি করছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডিলার মাহবুবুর রহমান। জনপ্রতি ৩০ কেজি চাউল দেয়ার কথা থাকলেও দিচ্ছিলেন ২৭ কেজি। চাউল কম দেওয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন বলেন, ডিলার মাহবুবুর রহমান চাউল কম দেয়ার কথা স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে সবাইকে ৩০ কেজি করে চাউল দেয়া হয়েছে এবং কম চাউল গ্রহণকারী প্রত্যেককে তাদের প্রাপ্য অবশিষ্ট চাল ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।