Spread the love

দেবহাটা প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের খাদ্য সংকট নিরসনে খাজা ওয়ার্ছী কোল্ড স্টোরেজ এর অর্থায়নে দেবহাটার প্রায় সাড়ে ৪শ দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় সখিপুর মোড় সংলঘ্ন খাজা ওয়ার্ছী কোল্ড ষ্টোরেজ চত্বরে হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষের মাঝে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি।

এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, আড়াই কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও একটি করে সাবান বিতরণ করেন তিনি।

বিতরণকালে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি বলেন, বর্তমান সময়ে করোনা পরিস্থিতি মোকাবেলা ও খাদ্য সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা সাধ্যমতো মানুষের খাদ্য সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *