আশাশুনি প্রতিনিধি: ইটভাটা শ্রমিকের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের পর আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহষ্পতিবার রাত ১১.৩০ টার দিকে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, খাজরা গ্রামের ফজল সানার ছেলে বিদেশ ফেরৎ আব্দুর রাজ্জাক ও একই গোয়ালডাঙ্গা গ্রামের ভাটা শ্রমিক আরিজুল ইসলামের স্ত্রী বিউটি খাতুন।
গোয়ালডাঙ্গা গ্রামের ইকবল হোসেন, কুদ্দুস ফকির ও মাহাববুবর রহমান জানান, তাদের গ্রামের আরিজুল ইসলাম বরিশালে একটি ইটভাটায় কাজ করে। এ সুযোগে বিদেশ ফেরৎ আব্দুর রাজ্জাক তার (আরিজুলের স্ত্রী) সাথে গোপনে সখ্যতা গড়ে তোলে। একপর্যায়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা দিকে বিউটির ঘর থেকে আপত্তিকর আবস্থায় বিউটি ও রাজ্জাককে আটক করে স্থানীয় জনতা।
গণধোলাই দিয়ে পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। এব্যাপারে থানায় মামলা (জিডি ১০১, তাং ২/৪/২০) রুজু করা হয়েছে। শুক্রবার বিকালে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেন।