আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তি উদ্যোগে জীবাণু নাশক স্প্রে করা হয়েছে।
শনিবার সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়।
ইউপি সদস্য অমৃত কুমার সানা স্বেচ্ছাসেবকদের নিয়ে ইউনিয়নের বিভিন্নস্থানে জীবাণুনাশক স্প্রে করান। ইউনিয়নের যদুয়ারডাঙ্গা, টেংরাখালি, পূর্ব কাদাকাটি গ্রামসহ বিভিন্ন জনবহুল গুরুত্বপূর্ন স্থানে এ জীবাণুনাশক স্প্রে করা হয়।
এসময় সকলকে আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে প্রতিরোধমূলক ব্যবস্থা অনুশীলনের মাধ্যমে নিজেকে, পরিবারকে এবং সমাজকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে আহবান জানান।