April 11, 2021, 10:33 pm
দেবহাটা প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা জারি এবং ঘরে অবস্থানের নির্দেশনা উপেক্ষা করে বাইরে ঘোরাফেরা করতে থাকা মানুষদের ঘরে ফেরাতে কঠোর অবস্থানে নেমেছে পুলিশ।
বুধবার সকাল থেকে উপজেলার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, গাজীরহাট ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মাইকিং করেছে দেবহাটা থানা পুলিশ।
এছাড়া বাজার এলাকা ও গুরুত্বপুর্ন স্থান সমুহের পাশাপাশি মোড়ে মোড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এমনকি সরকারী নির্দেশনা উপেক্ষা করে বাইরে বেরোনো মানুষদের চেকিংয়ের পাশাপাশি সতর্ক করে ঘরে ফিরিয়ে দিচ্ছে পুলিশ সদস্যরা।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র ও সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর নিরালস প্রচেষ্টায় মানুষকে ঘরে ফেরাতে সর্বত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা।
All rights reserved © Satkhira Vision