April 10, 2021, 2:52 pm
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে সরকারি ভাবে ২২ মেঃটন চাউল ও ১১০০ প্যাকেট খাদ্য বিতরণ ও হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার এসব সামগ্রী বিতরণ ও হস্তান্তর করেন।
করোনা ভাইরাসের কারনে মানুষ এখন হোম কোয়ারিনটাইনে কর্মহীন জীবন যাপন করছেন। খেটে খাওয়া দীনমজুর, সেলুন শ্রমিক, ভ্যান চালক, চা-ব্যবসার সাথে জড়িত ব্যক্তি, বিভিন্ন মিল-কারখানার শ্রমিকসহ বিভিন্ন কাজের সাথে জড়িত ব্যক্তিরা এখন শ্রমবিমুখ হয়ে পড়েছেন। তাদের পক্ষে সংসার নির্বাহ কঠিন হয়ে পড়েছে। এসব অসহায় মানুষের সহায়তা প্রদানের জন্য সরকার সহায়তা বরাদ্দ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বৃহস্পতিবার বিভিন্ন ইউনিয়নে নিজের তত্বাবধানে এবং ইউপি চেয়ারম্যানদের কাছে হস্তান্তরের মাধ্যমে ১১ শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসব প্যাকেটে ১০ কেজি করে চাউল, ৩ কেজি আলু, আধা কেজি লবণ, আধা কেজি ডাল, আধা লিটার তেল ও একটি সাবান রয়েছে। প্রতি ইউনিয়নে ৯৫ প্যাকেট করে প্রদান করা হয়েছে। এছাড়া ২২ মেঃ টন চাউল প্রদান করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision