শেখ রিজাউল ইসলাম: জুয়া খেলারত অবস্থায় সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বর আব্দুল হান্নানসহ ৯ জুয়ারীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
আজ সোমবার(৩০ মার্চ) আনুমানিক রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর অতিঃ পুলিশ সুপার মোতাহার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বৈকারী ইউনিয়নের ছয়ঘড়িয়া এলাকার সাহাদ সরদারের বাড়ী হতে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা হলেন, ছয়ঘরিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে সাহাদ হোসেন(২৩), কাদের গাজীর ছেলে হাবিবুর রহমান(৫০), খায়রুল বিশ্বাসের ছেলে মফিজুল ইসলাম(৩৮), আব্দুল খালেক মোল্লার ছেলে নজরুল ইসলাম(৪০), আজিজুল সরদারের ছেলে জুলফিকার সরদার(৩০), আরশাদ আলী দফাদারের ছেলে, ফারুক হোসেন(৩৫) ও কবির হোসেন(২৮), নুর মোহাম্মদ সরদারের ছেলে জিয়াউল ইসলাম(৩৮)।
র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর অতিঃ পুলিশ সুপার মোতাহার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।