নিজস্ব প্রতিনিধি: করোনো পরিস্থিতির কারণে দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বিপাকে পড়া শ্রমজীবী ভ্যানচালকের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিল হিউম্যানিটি ফার্স্ট এর সদস্যরা। ২ জন প্রতিবন্ধীসহ ৫ জনের সংসারে না খেয়ে আছে- এমন সংবাদ পেয়ে হিউম্যানিটি ফার্স্ট এর সদস্যরা ১০ দিনের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও করোনো প্রতিরোধক সামগ্রী নিয়ে হাজির হন ভ্যান চালক সুন্নত আলীর কামালনগরের বাড়িতে। এসময় তাকে বাড়িতেই অবস্থান করার অনুরোধ জানানো হয়।