Spread the love

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামের মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ২লক্ষাধিক টাকার মাছ নিধন করার ঘটনা ঘটেছে।

২৮ মার্চ শনিবার গভীর রাতে দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের  মোবারক আলী সরদারের ছেলে আনারুল ইসলামের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী আনারুল ইসলাম জানান, আমি দীর্ঘদিন যাবৎ উপজেলার নরহরকাটি এলাকায় ১৬.৫০ একর জমিতে মৎস্য ঘের ও ১ একর জমিতে একটি মৎস্য হ্যাচারি পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছি। গত শনিবার গভীর রাতে নরহরকাটি গ্রামের জুম্মান আলী শেখের ছেলে সালাউদ্দিন(৩৫), শওকাত আলী শেখের ছেলে রফিকুল ইসলাম শেখ(৪০) ও শফিকুল ইসলাম শেখ(৪৭), মৃত্য আরিজুল্ল্যাহ শেখের ছেলে আকবর আলী শেখ ওরফে কালু(৫০) ও জুম্মান শেখ(৫৫), আকবর আলী শেখে ওরফে কালুর ছেলে আশারফুর রহমান(২৮) সহ অঙ্গাত-নামা ২/৩ জন ব্যক্তিরা শত্রুতামূলক ভাবে আমার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে।

এতে সাদা মাছ সহ দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। রবিবার সকালে বিষয়টি জানতে পেরে সাথে সাথেই মৌতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য ফেরদাউস মোড়ল ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী হাফিজুর রহমান বাবুকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে আইন গত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন।

এরিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *