নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে গরীব, দুঃখী, দিনমজুর, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নোভেল করোনা ভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধের অংশ হিসেবে, সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের মাঝেও কর্মতৎপরতা পরিলক্ষিত হয়েছে। কয়েক মাস আগে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।জেলা ছাত্রলীগের কমিটি না থাকা সত্ত্বেও পৌর ছাত্রলীগের সাবেক মেধাবী ও প্রভাবশালী সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান (শোভন), সাতক্ষীরা সরকারি কলেজের মেধাবী ও প্রভাবশালী সিনিয়র সহ- সভাপতি কাজী সাদিক (দ্বীপ), ত্যাগী ও মেধাবী ছাত্রলীগ কর্মী আজমীর হোসেন ফারিব,ত্যাগী ছাত্রলীগ কর্মী কাজী হাসিম উদ্দীন হিমেল, মেধাবী ছাত্রলীগ কর্মী শেখ সালমান হাসান,মেধাবী ছাত্রলীগ কর্মী শেখ মুরাদ হাসান সাধারণ মানুষের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
তাদের নিজস্ব উদ্যোগে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ৩ কেজি ডাউল ও ১ কেজি আলু হারে দরিদ্র ২০ পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ- ধর্ম বিষয়ক সম্পাদক জামান সাহেদ উপস্থিত ছিলেন, তিনি বলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের সেবায় নিয়োজিত কিনা এটা সাতক্ষীরার সাধারণ মানুষের বিবেকের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।