জিএম জাকির হুসাইন: করোনা প্রতিরোধে সাতক্ষীরা জেলার অধিকাংশ জায়গায় নিজ নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করছেন এলাকার যুবকেরা। গ্রামের সকল রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে নিরলসভাবে কাাা করছেন। এ ছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যারা বাসা থেকে বের হচ্ছে তাদের হাত ও শরীরে দেওয়া হচ্ছে জীবাণুনাশক স্প্রে। আর বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসার জন্য সবাইকে সর্তক করছেন।
শুক্রবার সকালে সাতক্ষীরা পৌরসভার ৬ং ওয়ার্ডের কুখরালী আমতলা, দক্ষিনপাড়া, পশ্চিমপাড়া, টাবরাডাঙ্গী সহ বেশ কয়েকটি এলাকায় যেয়ে এমন চিত্র দেখা গেছে।
এসময় স্থানীয় যুবক রবিউল, সবুজ, জাহিদ, জাহাঙ্গীর, তরিকুল সাতক্ষীরা ভিশনকে জানান, আমরা মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি এজন্য নিজ জায়গা থেকে চিন্তা করে এ কাজ করে যাচ্ছি। আমরা এলাকার প্রতিটি বাড়িতে, রাস্তাঘাট ও মসজিদে জীবাণুনাশক ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে স্প্রে করছি । আমাদের গ্রামের চার থেকে পাঁচটি মসজিদে জীবাণুনাশক পানি দিয়ে ধৌত করেছি।