মোমিনুর রহমান:
চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ।
ওই ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম (৩৪) আটক করেছে পুলিশ।
শুক্রবার(২৭ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা এলাকায় ওই ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম কুলিয়ার বালিয়াডাঙ্গা আশু মার্কেট সংলঘ্ন এলাকার মাওলা বকস এর ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিশুটি খাবার কিনতে বাড়ীর পাশের দোকানে যায়। তখন শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে একাধিক বিয়ের নায়ক শফিকুল ইসলাম।
একপর্যায়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা শফিকুল ইসলামকে হাতেনাতে ধরে গনধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে শফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।