জিএম জাকির হোসেন:
সাতক্ষীরার মাটিয়াডাঙ্গায় ছয় বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে র্যাব-৬ এর সদস্যরা ঝিনাইদহ থেকে ধর্ষক লিয়াকত আলীকে (৫০) গ্রেফতার করেছে।
বুধবার ভোরে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন লক্ষিনকুন্ড গ্রামের জনৈক শাহিনুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেফতারের পর বিকালে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান র্যাব-৬।
লিয়াকত আলী সদর উপজেলার খানপুর গ্রামের উত্তরপাড়ার আবু বক্কর সরদারের ছেলে।
জানা যায়, গত ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে লম্পট লিয়াকত আলী জামাইয়ের বাড়ি সদর উপলোর মাটিয়াডাঙ্গায় বেড়াতে যায়। এরপর সকালে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জনৈক শহিদুলের মাছ চাষের ঘেরের উত্তর পাড়ে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক লিয়াকত আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক লিয়াকত আলীর বিরুদ্ধে ওই দিন রাতেই নারী ও শিশু নির্যাতন আইনে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ধর্ষককে গ্রেফতারের জন্য র্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা ছায়াতদন্ত শুরু করে। এক পর্যায়ে আজ বুধবার ভোরে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন লক্ষিণকুন্ড গ্রামের জনৈক শাহিনুর রহমানের বাড়ি থেকে ধর্ষক লিয়কত আলীকে আটক করে র্যাব ।
র্যাব সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোতাহার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে।