কালিগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষকে ঘরে ফেরাতে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানামুখী প্রচারাভিযান চালানো হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন সংগীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন মোড়ে, হাটে-বাজারে এই প্রচারাভিযান চালান।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে রেব না হওয়া, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ব্যতীত অন্য সব দোকানপাট বন্ধ রাখার আহবান জানিয়ে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন জানান, করোনা ভাইরাস থেকে মুক্ত হতে সকলকে সতর্ক থাকতে হবে। প্রাথমিকভাবে সকলকে সতর্ক করা হয়েছে। যদি কেউ এ নির্দেশ অমান্য করে প্রশাসন তাহলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক গবিন্দ আকর্ষনসহ সংগীয় ফোর্স। এদিকে, করোনো ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।