Spread the love

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ী বাড়ী যেয়ে হোম কোয়ারেন্টাইন মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।

রোববার দেবহাটার বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ীতে গিয়ে মনিটরিং করেন তিনি। পাশাপাশি এসকল ব্যক্তিদের হাতে ট্যাগ সিল দিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সরকারী নিয়ম মেনে চলা এবং দুরত্ব বজায় রেখে সংক্রমন এড়ানোর জন্য সংশ্লিষ্টদের পরিবারকে সচেতন করেন তিনি।

তিনি বলেন, কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেক ব্যক্তিকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তাদের শারিরিক অবস্থার ওপর ইউনিয়ন কমিটির মাধ্যমে নজর রাখা হচ্ছে। এছাড়া প্রত্যেক বিদেশ ফেরতদের হাতে কোয়ারেন্টাইন ট্যাগ সিল দেয়া হচ্ছে যাতে করে সহজেই তাদেরকে মনিটরিং করা সম্ভব হয়। প্রত্যেকের হাতের ট্যাগ সিলে তাদের কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ উল্লেখ করা হচ্ছে। কেউ যদি কোয়ারেন্টাইন অমান্য করেন তাহলে মোবাইল কোর্টে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *