কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার বাজার গুলোতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলা সদরের নাজিমগঞ্জ ও নলতা ইউনিয়নের বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
২২ মার্চ রবিবার সকাল সাড়ে ৯ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফত উদ্দীন এর নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম রাখায় ও মূল্যতালিকা না টানানোর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারার মামলায় নাজিমগঞ্জ বাজারের মেসার্স হাবিব ষ্টোর প্রোঃ হাবিবুর রহমান কে ৫ হাজার, মেসার্স ফরিদ ষ্টোর প্রোঃ শেখ নাসির হোসেন কে ১০ হাজার, মেসার্স মায়ের দোওয়া চাউলের ঘর প্রোঃ শেখ মহারুজ আলী কে ৫ হাজার টাকা, নলতা বাজারের মেসার্স গাজি ষ্টোর প্রোঃ আজাহারুল ইসলামকে ১০ হাজার, মেসার্স পবিত্র ভান্ডার প্রোঃ বিমল চন্দ্র মন্ডল কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক চিন্ময় মন্ডল, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ।