Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন হোটেল, রেস্তরা ও চায়ের স্টলে কাপ, প্লেট ও গ্লাস বার বার ব্যবহার করায় করোনা ভাইরাস (কোভিড ১৯) ছড়ানোর আশংঙ্কা করছেন সচেতন মহল।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলা সদরের কয়েকটি চায়ের দোকানে করোনা ভাইরাস সচেতনতা মেনে অনটাইম চায়ের কাপ ব্যবহার করা হচ্ছে। কিন্তু উপজেলার অধিকাংশ বাজার ও মোড়ে চায়ের দোকানীরা ব্যবহার করছেন গ্লাস বা কড়ির চায়ের কাপ। অন্যদিকে হোটেল রেস্তোরা গুলোতে থালা ও গ্লাস কোন রকম ধুয়েই তাতে পরিবেশন করছেন খাবার এবং পানি। কোন ক্রেতা কোথা থেকে এসেছেন তা জানার কোন প্রয়োজনই পড়ছে না তাদের। অর্ডার পেলেই চা বা রেস্তোরার খাবার একই পাত্রে পৌঁছে যাচ্ছে ক্রেতার টেবিলে। এভাবে অসাবধানতার সাথে চায়ের দোকান ও হোটেল রেস্তোরায় খাবার পরিবেশন চলতে থাকলে সমস্যা হতে পারে এমন আশংকা করছেন অনেকেই।

করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার সকল চায়ের দোকান ও হোটেল রেস্টুরেন্টে অনটাইম প্লেট-গ্লাস ও চায়ের দোকানে অনটাইম কাপ ব্যবহারের নির্দেশনা দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *