April 11, 2021, 1:46 am
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে করোনা ভাইরাসের প্রভাবে হঠাৎ করে নিত্য পন্যের দাম বৃদ্ধি করায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকালে বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
এসময় নিত্য পন্যের দাম বাড়ানোর কারণে বুধহাটা বাজারের চাউল ব্যবসায়ী বিল্ল মঙ্গলকে ভোক্তাধিকার আইনে ১ হাজার টাকা ও মুদি দোকানী কিংকরকে ৫ শত টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাজারের সকল ব্যবসায়ীকে নির্দেশনা না মেনে পন্যের দাম বাড়ালে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আদালত পরিচালনাকালে অফিস সহকারী আব্দুর রশিদ, এস আই পীযুষ কান্তি ও সংঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন
All rights reserved © Satkhira Vision