নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘অভিযাত্রা’ অনলাইন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার(১৯ মার্চ) সন্ধায় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ।
সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক অ্যাড. আবুল কালাম, বিডি নিউ. কম এর সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিছ ময়না, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আরাফাত আলী, মারুফ আহমেদ খান শামীম, সাংগঠনিক সম্পাদক গাজী ফরহাদ, কোষাধাক্ষ শেখ রিজাউল ইসলাম, দপ্তর সম্পাদক জিএম জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য মিজানুর রহমান, মোমিনুর রহমান প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অভিযাত্রা’র সাতক্ষীরা প্রতিনিধি ফারুক রাজ।
এ সময় অতিথিবৃন্দ অভিযাত্রা অনলাইন নিউজ পোর্টালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সব সময় অভিযাত্রার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।