এসভি ডেস্ক: কালিগঞ্জে এক গৃহবধূকে (২৪) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
যুবকের নাম শেখ রানা(২৮)। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের মধ্য মৌতলা (শেখ পাড়া) গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শেখ রানা একই গ্রামের এক কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। তখন ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে রানাকে ধরে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে রানাকে আদালতে প্রেরণ করা হয়েছে।