নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাতক্ষীরা জেলা শাখা’র অস্থায়ী কার্যলায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সভাপতি অতুল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিভিনাট্য পরিচালক মো. মুছা করিম। বিশেষ অতিথি ছিলেন এ্যাড. সরদার সাইফ, মানবাধিকার কর্মী আরিফুজ্জামান আপন, শেখ মনিরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন বিলাল হোসেন, খুকু মণি, ইসমাঈল হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসিফুল আলম আসিফ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন।