Spread the love

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ১৭ মার্চ প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে কালিগঞ্জ সদরে অবস্থিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে।

এসময় বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা আ‘লীগ, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তানকমান্ড এবং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। ফুলে ফুলে ভরে উঠে মুর‌্যাল প্রাঙ্গন।

রাত ১২ টা ১ মিনিটে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, এ্যাড হাবিব ফেরদাউস শিমুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব গাজী শওকাত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুহুল আমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, নির্বাচন কর্মকর্তা জমিরুল হায়দার, যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুল হক সাজু, আওয়ামী তথ্য-প্রযুক্তিলীগের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, প্রশাসনের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, জনপ্রতিনিধি, থানার উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একে একে মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া দিনভর করোনা ভাইরাসের কারণে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে সংক্ষিপ্ত পরিসরে নানা কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিলো, সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘরোয়া ভাবে কেক কাটা ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনাতামূলক আলোচনা সভা, বেলা ১১টায় মুজিববর্ষ উপলক্ষে শেখ হাসিনার বিশেষ উপহার দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ‘জমি আছে ঘর নাই’ এমন পরিবারের ২৫ জন উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা।

এছাড়া উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদেীর ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার স্লুইজগেট মোড়, নাজিমগঞ্জ বাজার, আ‘লীগ অফিস প্রঙ্গণ, ভদ্রখালী বাজার, কৃষ্ণনগর বাজারসহ বিভিন্ন স্থানে মুজিব ত্রোন তৈরি, উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার ১৪৮টি স্কুলে সরকারি ও ব্যাক্তিগত অর্থায়নে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট হাজিরা উদ্ভোধন, বেলা সাড়ে ১১ টায় মোবাইল এ্যাপ্স এর মাধ্যমে মৌতলা বাজারের সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন, বেলা ১ টায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে সারক গাছ রোপণ, বেলা ১ টায় ৩০ মিনিটে থানা জামোসজিদ এবং উপজেলা মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিকাল ৫ টায় পানিয়া জনকল্যান সমিতি ও পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœার মাগফেরা কামোনা করে সারক গাছ রোপণ করা হয়। এবং সন্ধা ৭ টায় এডিপি এর অর্থয়ানে মৌতলা ইউনিয়নে শেখ রাসেল স্কয়ার এর উদ্বোধন কারা হয়।

সন্ধা ৭ টায় ১৫ মিনিটে উপগেলা আ‘লীগের আয়োজনে আ‘লীগ কার্যলয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঘরোয়া ভাবে কেক কাটেন উপজেলা আ‘লীগের সভাপতি, সিনিয়র সহ-সভাপতিসহ সকল নেত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *