এসভি ডেস্ক: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজি খুলনাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করা করা হয়েছে।
আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্ণারে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম।
এ সময়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবিটি খুলনার ছাত্র উপদেষ্টা রাজীব হাসনাত শাকিল, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ওয়ালিউল্লাহ, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো: ওবাইদুল্লাহসহ বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আশিক উদ্দীন মো: মারুফ।
অনুষ্ঠান সঞ্চালন করেন সিএসই বিভাগের শিক্ষক সৌমেন্দ্র রায় সৌম্য।