এসভি ডেস্ক: প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের আসর থেকে কনেকে অপহরণের চেষ্টাকালে শেখ মোস্তাফিজুর রহমান ওরফে অপু (২৪) নামে এক যুবককে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।
আটককৃত ওই যুবক সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর গ্রামের মাজেদুর রহমান ওরফে সাজীর ছেলে।
মেয়ের বাবা ওসমাণ গণি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই যুবক তার মেয়েকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছে। মেয়ে এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে ক্ষিপ্ত হয়ে অপহরণ করার হুমকি দেয়।
তিনি আরও বলেন, একটি ভাল পরিবারের সাথে মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। এ সংবাদ পেয়ে ওই বখাটে যুবক আজ বিয়ের দিনে সকাল সাড়ে ৮টার দিকে তার বাড়িতে হাজির হয়। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে মেয়েকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করেলে আত্মীয় স্বজনরা এগিয়ে এসে তার মেয়েকে উদ্ধার করে।
পরে ওই যুবককে স্থানীয়রা আটকে রেখে কলারোয়া থানা পুলিশকে সংবাদ দেন। পরে বিয়ের অনুষ্ঠানে বাধা দিয়ে অপহরণ প্রচেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকে যুবককে আটক করেছে থানা পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস জানান, বিষয়টি নিয়ে মেয়ের পিতা ওসমাণ গণি বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।