Spread the love

তালা প্রতিনিধি: খুলনা বিভাগীয় পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতায় সাতক্ষীরার তালা মহিলা কলেজ প্রথম স্থান অধিকার করায় দশ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ১২টায় তালা মহিলা কলেজ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ।

তালা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ কাসেমের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য সাসের পরিচালক শেখ ঈমান আলী, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে মাননীয় সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ’র অর্থায়নে শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০২০ খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান এবং ২৭ ফেব্রæয়ারী সাতক্ষীরা জেলায় কলেজ পর্যায়ে ১ম স্থান অধিকার করেছিল তালার ঐতিহ্যবাহী এ নারী শিক্ষা প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *