আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বালুবাহী ট্রাকের চাকা দেবে গিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে আশাশুনি টু বুধহাটা সড়কের মহেশ্বরকাটি সংলগ্ন স্থানে সদ্য সংস্কারকৃত সড়কের পাশের নরম মাটিতে ভারী ট্রাকের চাকা দেবে গিয়ে মৎস্য ঘেরের মধ্যে উল্টে পড়ে।
সরেজমিন গিয়ে জানাগেছে, রাজবাড়ি জেলার পাকসিয়া থেকে বালু নিয়ে চাপড়া উদ্দেশে রওনা হয় যশোর ট ১১-৫১৫০ নং বালুবাহী ট্রাক।
এদিন সকালে ট্রাকটি ঘটনাস্থলে পৌছলে সড়কের নরম মাটিতে চাকা দেবে দূর্ঘটনার কবলে পড়লে স্থানীয়রা দ্রুত চালক ও হেলপারকে উদ্ধার করে। পরে কপিকল দিয়ে ঘেরের খাদে পড়া দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা।