গত ১১ মার্চ সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক কালের চিত্র’ ও ১২ মার্চ ‘দৈনিক পত্রদূত’ পত্রিকা’সহ বিভিন্ন অনলাইন গনমাধ্যমে ‘জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসাইনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ’ শিরনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যা লেখা হয়েছে তা কাল্পনিক, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রণোদিত ও কতিপয় ষড়যন্ত্রকারীর নীলনকশার প্রলাপ মাত্র।
সংবাদে যে সকল প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে ওই সকল প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা জেলা পরিষদ থেকে অনুদান পাবার জন্য আমার কাছে বার বার আবেদন করেছিলেন।
তবে অন্য প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়ার কারণে ওই সকল প্রতিষ্ঠানে জেলা পরিষদ থেকে অনুদান দিতে পারিনি। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে ওই বিষয়টি কাজে লাগিয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ও আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন করার জন্য সাংবাদিককে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে এহেন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছে। আমি প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসএম দেলোয়ার হোসাইন
জেলা পরিষদ সদস্য, সাতক্ষীরা