দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। বক্তব্যকালে তিনি সাবধানতা অবলম্বন এবং সচেতন থাকার জন্য সকলকে পরামর্শ দেন। পাশাপাশি সাবান দিয়ে ঘন ঘন হাত মুখ ধোয়া, পর্যাপ্ত পানি পানসহ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন নাহার প্রমুখ।